শেখ কামালের জন্মদিনে জেলা আওয়ামীলী‌গের দোয়া

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট বুধবার বিকালে নারায়ণগঞ্জ শহরের ২নং রেল গেইটস্থ  আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ দোয়ার আয়োজন করা হয় ।

দোয়ায় এ সময় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সহ- সভাপতি মিজানুর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো.শহীদ বাদল, যুগ্ম সম্পাদক ইকবাল পারভেস, দপ্তর সম্পাদক এম এ রাসেল, কার্যকরী সদস্য মুজাহিদুর রহমান হেলো সরকার, আমজাত হোসেন, সদর থানা আওয়ামী লীগের সভাপতি নাজির মাদবর,সাধারণ সম্পাদক আল -মামুন, নারায়ণগঞ্জ জেলার ব্যাংক ফেডারেশনের সভাপতি আব্দুল কাদির, আওয়ামীলীগ নেতা লায়ন মাহবুবুর রহমান বাবুল, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন বিএ,  বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সভাপতি জসীম উদ্দিন, সোনাকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মো. শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন ।

দোয়া মাহফিলে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেন, এই মাসের ১৫ আগস্ট আমাদের জাতির পিতা শাহাদাৎ বরণ করেছিল । আবার এই মাসেই তারই পুত্র শেখ কামাল জন্ম গ্রহণ করেছেন। আমরা তার জন্য দোয়া করব।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল বলেন, আমাদের এ মাসে দলীয় কার্যক্রমের সাথে সাথে ত্রান প্রদান করা ও বৃক্ষরোপন করার কার্যক্রম অব্যহৃত থাকবে। আপনারা জানেন, বঙ্গমাতা ফজিলাতুন নেছার জন্মদিন সামনে। জাতির পিতার সহধর্মিনীর জন্মদিন আমরা পালন করব। আপনারা আরও জানেন ১৭ আগস্ট বিভিন্ন জায়গায় বোমা হামলা হয়েছিল। সেই দিবসটি হচ্ছে একটি নেককার দিবস। সেই দিবস উপলক্ষে আমাদের বিভিন্ন জায়গায় আলোচনা সভা থাকবে।

তিনি আরো বলের, ২১ আগস্ট গ্রেনেট হামলা হামলা দেওয়া হয়েছিল আমাদের প্রাণ প্রিয় নেত্রীর উপর।  এ পৃথিবী থেকে তাকে জোর করে তাড়িয়ে দেওয়ার জন্য তার উপর বোমা নিক্ষোপ করা হয়েছিল। ঢাকার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রক্তাক্ত ছিল সেদিন। সে দিবসটিও আমরা যথাযথ ভাবে উদযাপন করব।

পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ কামালসহ ১৫ই আগস্ট নিহত সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

add-content

আরও খবর

পঠিত