শ্রমিক ইউনিয়ন নেতা আনোয়ার হোসেনের জন্য দোয়া

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি ষ্ট্যান্ড মালিক সমিতির সহ সভাপতি ও শ্রমিক ইউনিয়নের নেতা মো. আনোয়ার হোসেনের কুলখানি উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ২৯ জুলাই বুধবার বাদ যোহর জেলা মাইক্রোবাস ও টেক্সি শ্রমিক উইনিয়ন রেজিঃ নং ৩৮১০ এর কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা মো. তরিকুল ইসলাম লিমন।

এছাড়াও এ সময় আরো উপস্থিত ছিলেন, মালিক সমিতির সভাপতি মো. মনির হোসেন নারায়ণগঞ্জ বাস মিনিবাস শ্রমিক কর্মচারী উইনিয়ন রেজি: নং ৩৮১০ এর সাধারন সম্পাদক মো. মোস্তফা ভান্ডারি, কোষাধ্যক্ষ মোস্তফা মিয়া, শাখা কমিটির সভাপতি মো. জামাল হোসেন, কার্যকরি সভাপতি মো. মকুল মিয়া, সহ সভাপতি ফজলুল হক বদু, আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মো. নাছির হোসেন সহ সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মরহুম আনোয়ার হোসেনের ছেলে মো. সিয়াম হোসেন প্রমুখ।

দোয়ায় এ সময় মরহুম আনোয়ার হোসেন ও সংগঠনের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান সহ তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

add-content

আরও খবর

পঠিত