শামীম ওসমানকে ভালোবেসে রাজনীতি করি : জুয়েল হোসেন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন বলেছেন, আমি যেমন আমার সংগঠনে ভালো কাজ করার জন্য দাওয়াত করি তেমনি ভাবে আমি নিমন্ত্রণ করি সবার আগে আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়ার জন্য। আজকে যে নেতৃবৃন্দ আমাকে নেতা বানিয়েছে ,যে নেতার নেতৃত্বে নারায়ণগঞ্জ কলংক মুক্ত হয়েছে । সরকারি তোলারাম কলেজকে সরকারি কলেজ করেছে,বাংলাদেশের মানুষকে পৃথিবীর মানচিত্রে পরিচয় করিয়ে দিয়েছেন ,যার পূর্ব পুরুষ স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত বাংলার মাটির সাথে সম্পৃক্ত হয়ে আছে সেই শামীম ওসমান হলো আমাদের আইকন। শামীম ওসমান হলো দুঃখী মানুষের বন্ধু । সেই মানুষটিকে ভালোবেসে আজকে আমি রাজনীতি করি। ২৭ জুলাই সোমবার সকাল ১০ টায় ২নং রেল গেইট সংলগ্ন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ এর ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মৃত সকল রাজনৈতিক বীর সন্তানদের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠানে তিনি এসকল কথা বলেন।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে আরো বলেন, আমরা আওয়ামী লীগের দুঃসময়ে সেচ্ছাসেবক লীগ এককভাবে কাজ করেছি। আমি দেখলাম গতকাল একটি পত্রিকায় এসেছে আমার সিদ্দিরগঞ্জের নেতা আমিনূর হক রাজু ভাইকে নিয়ে একটি বাজে মন্তব্য করেছেন। এ সমাজে যখন একটি সন্তান নেশায় নষ্ট হয়ে যায়, সমাজে যখন পাড়া মহল্লায় নেশা বিক্রি করে আর সেই প্রতিবাদ করতে গিয়ে আমার রাজু ভাইয়ের নামে মিথ্যা প্রচার হয় । আমরা মহানগর সেচ্ছাসেবক লীগ সেই ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। যে সমস্ত সাংবাদিক ভাইয়েরা আপনাদের লিখনির মাধ্যমে একজন খারাপ মানুষকে ভালো করেন, ভালো মানুষদের ভালো কাজ করার জন্য উৎসাহিত করেন আমি তাদের সেলুট করি। এ নারায়ণগঞ্জে সেচ্ছাসেবক লীগের কথা বললে আপনারা মনে করবেন সাংবাদিক ভাইয়েরা আমি গর্ব করি।

জুয়েল হোসেন বলেন, আজকে সেচ্ছাসেবক লীগের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের চিন্তা ধারণা হলো ঈদের পর অনেক মানুষ কাজ হারিয়েছে । গার্মেন্টস এ কাজ করতে পারছে না । যারা না খেয়ে বাজে অবস্থায় আছে । আমার কর্মী ও নেতাদের অনুরোধ করে বলছি আপনারা সে সমস্ত মানুষদের খোঁজ খবর নিবেন । তাদের পাশে থাকবেন। দোয়া মাহফিল ও আলোচনা সভা শেষে নেতৃবৃন্দরা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন ।

মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মানিক শেখ এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাকসুদ হোসেন রকির সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম জয়, সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক এস.এম রাসেল, সাংস্কৃতিক সম্পাদক বুলবুল আহমেদ, সহ- আইন বিষয়ক সম্পাদক সজিব মোল্লা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী ওয়াসিম, সহ প্রচার সম্পাদক উজ্জ্বল চন্দ্র দে, সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল হক রাজু প্রমুখ ।

add-content

আরও খবর

পঠিত