নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নেই মৃত্যু । জেলায় নতুন করে করোনা রোগী শনাক্ত সংখ্যা কমে হয়েছে ১৬ জন। এ নিয়ে জেলায় প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন মোট ১২৪ জন। মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭৫৭ জন। জেলায় আক্রান্তের অধিকাংশ সুস্থ হয়েছেন। জেলায় এই পর্যন্ত করোনা আক্রান্ত থেকে মোট সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৫ হাজার ১৪৩ জন। ২০ জুলাই সোমবার সকালে জেলা সিভিল সার্জন সূত্রে এই তথ্য জানা যায়।
সূত্রে আরো জানা যায়, এই পর্যন্ত জেলায় মোট ২৯ হাজার ৯৫৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৭৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে বন্দরে ২, সিটি কর্পোরেশনে (খানপুর ৩০০ শয্যা হাসপাতাল সহ) ৫, রুপগঞ্জে ৯ জন। আড়াইহাজার, সদর ও সোনারগাঁয়ে কোন নমুনা সংগ্রহ করা হয়নি।
এলাকা ভিত্তিক মৃত্যু হয়েছে আড়াইহাজার উপজেলায় ৪, বন্দর উপজেলায় ৩, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৬৭, রূপগঞ্জ উপজেলায় ১০, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২৩, সোনারগাঁও উপজেলায় ১৭ জন। পুরো জেলায় ১২৪ জন।