নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সপরিবারে করোনা মুক্ত হলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও নাসিক (১৩,১৪,১৫) নং ওয়ার্ড কাউন্সিলর শারমিন হাবিব বিন্নী। শনিবার (১৮ জুলাই) দ্বিতীয় টেস্টে কাউন্সিলর বিন্নী, মেয়ে তাসনিমা মুন এবং ছেলে মেরাজ আহমেদের করোনা নেগেটিভ আসে। এর আগে গত ৪ জুলাই সপরিবারে করোনায় আক্রান্ত হন তিনি।
১৯ জুলাই রবিবার এক বিবৃতিতে শারমিন হাবিব বিন্নী জানান, আল্লাহর অশেষ রহমত আর সাধারণ মানুষের দোয়া ও ভালোবাসায় সপরিবারে করোনা মুক্ত হয়েছি। আমি প্রথমেই মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার শুভাকাঙ্ক্ষীদের প্রতি। আমার করোনা পজিটিভ হওয়ার খবর শুনে অনেকেই ফোন করেছেন, শারিরীক খোঁজ খবর নিয়েছেন। পাশাপাশি অনেকেই আমাকে বিভিন্নভাবে পরামর্শ দিয়েছেন। তাদের এই ভালোবাসা কখনো ভুলবার নয়।
তিনি আরো বলেন, আমি সব সময় চেষ্টা করেছি মানুষকে কাছ থেকে সেবা করে যেতে। করোনার শুরু থেকেই আমার ওয়ার্ডের প্রতিটি এলাকায় অসহায় মানুষের ঘরে ঘরে খাবার পৌছে দেয়ার চেষ্টা করেছি। যতোদিন বেঁচে আছি, এভবেই মানুষের সেবা করে যাবো ইনশা-আল্লাহ।
জানা যায়, করোনা মহামারীর শুরু থেকেই সাধারণ মানুষের সেবায় মাঠে ছিলেন কাউন্সিলর শারমিন হাবিব বিন্নী। গত ৩ মাস ধরে রাতের আঁধারে কয়েক হাজার হতদরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণ পৌঁছে দিয়ে আলোচনায় উঠে আসেন টানা ২ দফায় নির্বাচিত এই নারী কাউন্সিলর।
এছাড়াও নিজ উদ্যোগে কয়েক ধাপে প্রায় ২ হাজার পরিবারকে সহায়তা প্রদান করেন তিনি। একই সাথে মহামারীর শুরুতে সংক্রমণ রোধে সাধারণ মানুষের মাঝে কয়েক হাজার মাস্ক ও স্যানিটাইজার বিতরণের পাশাপাশি নিজের তিনটি ওয়ার্ডে জীবাণুনাশক স্প্রে করার কাজ করেছেন বিন্নী।