নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সমকালের ষ্টাফ ফটো সাংবাদিক সাজ্জাদ নয়নের বাবা রেহান শরীফ আর নেই। সোমবার (৬জুলাই) সকাল ৮টায় নারায়নগঞ্জের দেওভোগ পাক্কা রোড়ে নিজ বাড়ীতে তিনি ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রজিউন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি পাঁচ ছেলে ও নাতি-নাতনিসহ বহু আত্নীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং গুনগ্রাহী রেখে গেছেন।
একইদিন বাদ জোহর মরহুমের নামাজে জানাজা শেষে তাকে নারায়নগজ্ঞের পাইকপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে। এদিকে রেহান শরীফের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি সহ নারায়ণগঞ্জের সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। পাশাপাশি শোক প্রকাশ করছেন নারায়ণগঞ্জ বার্তা ২৪ পরিবার।