মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ছাত্র নেতা সানি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সংবাদ বিজ্ঞপ্তি ) : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি গভীর শোক জানিয়েছেন। তার মৃত্যুতে বাংলাদেশ একজন  দক্ষ রাজনীতিবিদ হারিয়েছেন। উনার পিতা শহিদ ক্যাপ্টেন এম মনসুর আলী ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এবং জাতীয় চার নেতার একজন। পিতার যোগ্য উত্তরসূরী হিসেবে বাংলাদেশকে একটি স্বাধীন, স্বার্বভৌম রাষ্ট্রগঠনসহ সব গণতান্ত্রিক আন্দোলনে তার অগ্রণী ভূমিকা বাঙালি জাতি চিরকাল স্মরণে রাখবে।

শনিবার (১৩ জুন) বিকালে এ ক্ষুদে বার্তায় তিনি আরো বলেন, আমি ব্যক্তিগতভাবে ব্যথিত ও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমি নারায়ণগঞ্জ জেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে তার পরিবার-পরিজনসহ সবাইকে গভীর সমবেদনা জানাচ্ছি।

উল্লেখ্য, রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হয়েছিলেন মোহাম্মদ নাসিম। চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোক করেন তিনি। এরপর অস্ত্রেপচার সফল হলেও তার শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। শনিবার (১৩ জুন) সকাল ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

add-content

আরও খবর

পঠিত