নারায়ণগঞ্জে আক্রান্তের রেকর্ড বেড়েই চলছে ২৪ ঘণ্টায় ১৩৩, মোট ২১০৪ জন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে আক্রান্তের রের্কড সংখ্রা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টা হিসেবে এবার ১৩৩ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। মৃত্যুবরণ করলেন দুইজন। এ নিয়ে জেলার মোট আক্রান্তের সংখ্যা ২১০৪জন। মৃতের সংখ্যা মোট ৭২ জন। রোববার (২৪ মে) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্র আরো জানায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মোট আক্রান্ত ৯৫৬ জন।সদর উপজেলায়। এখানে ৭১৮ জন।আড়াইহাজার উপজেলায় ৬৬ জন, বন্দর উপজেলায় ৫৪জন, রূপগঞ্জ উপজেলায় ১৭২জন, সোনারগাঁ উপজেলায় ১৩৮ জন আক্রান্ত রেকর্ড করা হয়েছে।

গত ২৪ ঘণ্টা জেলাজুড়ে আরও ২৫ জন করোনামুক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা জয় করলেন ৬৮৯ ।এ জেলা থেকে গত ২৪ ঘণ্টায় ৪৯৪ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা সংগ্রহের মোট সংখ্যা ৯ হাজার ২৯৪ টি।

add-content

আরও খবর

পঠিত