অসহায় ২৫০জনকে রান্না করা খাবার দিলেন রাতুল মটরসের র্কণধার ফারুক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রাতুল মটরসের পক্ষ থেকে রান্না করা খাবার দিলেন প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী শেখ মো.ফারুক শুক্রবার (২২মে) বিকালে শহরের বিভিন্নস্থানে ঘুরে ঘুরে দু:স্থদের হাতে তিনি ইফতার হিসেবে খাবার তুলে দিয়েছেন এসময় ২৫০ জন অসহায়দের মাঝে খাদ্য সহযোগীতা করা হয়েছে পাঁচ দিনের জন্য হাতে নেয়া এই কর্সূচীর আজ ছিল শেষ দিন

জানা গেছে, পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতিদিন ২৫০জন দু:স্থ্ মানুষের জন্য বিতরণ অব্যাহত ছিল। তাছাড়া রবিবারসোমবার, বুধবার, শুক্রবার নির্ধারিত চারদিন খাবারের সাথে করা হয়েছিল বিশেষ ত্রাণের ব্যবস্থা।

উল্লেখ্য, নারায়ণগঞ্জে অন্যতম মোটর সাইকেল শোরুম হিসেবে পরিচিত রাতুল মটরস।  শহরের মাসদাইর গোরস্থান সংলগ্ন রাতুল মোটরস এর শোরুমটি অবস্থিত

add-content

আরও খবর

পঠিত