নারায়ণগঞ্জে করোনায় আরও ৫৪ জন শনাক্ত, তরুণী সহ ২ জনের মৃত্যু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : করোনা ভাইরাসে নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৪ জন শনাক্ত হয়েছে। এক তরুণীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৭৮ জন, মৃতের সংখ্যা ৬৬ জন। এছাড়াও সুস্থ্য হয়েছেন আরো ৩০ জন। এ নিয়ে সুস্থ্য হলেন ৫২২ জন। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেন।

সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা থেকে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা সংগ্রহের মোট সংখ্যা ৮ হাজার ২৬৭ টি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মোট আক্রান্ত ৮৭৮ জন।সদর উপজেলায় ৬১৮ জন। আড়াইহাজার উপজেলায় ৫৬ জন, বন্দর ৪৬, রূপগঞ্জ ১৫২, সোনারগাঁ উপজেলায় ১২৮ জন আক্রান্ত রেকর্ড করা হয়েছে। এরমধ্যে সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ মৃত্যু ৪৪ এবং সদর উপজেলায় ১৬ জন। অন্যান্য উপজেলার মধ্যে বন্দরে ১, রূপগঞ্জে ১ এবং সোনারগাঁয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।

add-content

আরও খবর

পঠিত