আওয়ামী লীগের অবহেলীত কর্মীদের ঈদ উপহার দিলেন শাহ ফয়েজ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : করোনা প্রাদুর্ভাবে কর্মহীণ হয়ে পড়েছে সকল পেশাজীবী মানুষ। এতে লাজুক অবস্থায় মুখ বুজে আছে অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরাও।এমন পরিস্থিতিতে সেসব কর্মীদের খোঁজ নিলেন নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহ ফয়েজউল্লাহ ফয়েজ। বাড়িয়ে দিয়েছেন সহযোগীতার হাত।মঙ্গলবার (১৯ মে) রাতে জামতলা এলাকায় এ কার্যক্রম পরিচালিত করা হয়। শুধু তাই নয় নাসিক ১৩নং ওয়ার্ডের অবহেলীত সেসকল কর্মীদের মাঝে তুলে দেয়া হয়েছে ঈদ উপহার।

এ প্রসঙ্গে শাহ ফয়েজউল্লাহ ফয়েজ বলেন, লকডাউনের কারণে শুধু দিনমজুর বা হতো দরিদ্ররাই নন, মধ্যবিত্ত পরিবারগুলোও খাদ্য সংকটে ভুগছে। তারা না পারছেন কাউকে বলতে, না পারছেন চাইতে। দেশের চলমান এই সংকটে ভালো নেই আমার দলের কর্মীরাও।সমাজের মানুষ হিসেবে দায়ীত্ববোধ থেকেই আমার এই ছোট পদক্ষেপ নেয়া।আগামীতেও পাশে থাকবো।

add-content

আরও খবর

পঠিত