নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ১৩নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন শাহ ফয়েজউল্লাহ ফয়েজ। করোনা পরিস্থিতিতে অসহায়দের ঘরে গিয়ে রাতের আধাঁরে খাদ্য পৌছে দিতে তিনি এই উদ্যোগ গ্রহন করেছেন। শাহ ফয়েজউল্লাহ ফয়েজ একই ওয়ার্ডের জামতলা এলাকার বাসিন্দা ও জেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে শাহ ফয়েজ জানান, একটানা লকডাউনের কারণে শুধু দিনমজুর বা হতো দরিদ্ররাই নন, মধ্যবিত্ত পরিবারগুলোও খাদ্য সংকটে ভুগছে। তারা না পারছেন কাউকে বলতে, না পারছেন চাইতে। দেশের চলমান এই সংকট নিরসনে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহন করলেও সবকিছু সরকারের একার পক্ষে করা সম্ভব নয়। সমাজের মানুষ হিসেবে আপনারও কিছু দ্বায়বদ্ধতা আছে, ধর্মীয়ভাবেও দ্বায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধাতা থেকেই সাধ্যমতো চেষ্টা করেছি নিজ এলাকার মানুষের পাশে দাড়াতে।