নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছেন আরও ২ জন ও আক্রান্ত হয়েছেন ২৭ জন। এই নিয়ে জেলায় মারা গেছেন ৫০ জন ও আক্রান্ত মোট ১০৫৩ জন। এই পর্যন্ত সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪৮ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ১০২৬। সোমবার (৪ মে) জেলা স্বাস্থ্য বিভাগ এই তথ্য জানায়।
নারায়ণগঞ্জে আক্রান্তের সংখ্যা সিটি কর্পোরেশন এলাকায় ৬৪৬ জন, সদর উপজেলায় ৩০৯, বন্দর উপজেলায় ২৩, আড়াইহাজারে ২৮, সোনারগাঁয়ে ৩৩ ও রূপগঞ্জে ১৪ জন। সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৩৫ জন, সদরে ১১, বন্দরে ১, রুপগঞ্জে ১ ও সোনারগাঁয়ে ২ জন।
জেলায় এই পর্যন্ত করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪৮ জন। তারমধ্যে সিটি কর্পোরেশন এলাকার ৩৩ জন, সদর উপজেলার ১০ জন, রূপগঞ্জের ১ জন, সোনারগাঁয়ে ১ জন ও আড়াইহাজারের ৩ জন।
এই পর্যন্ত জেলায় মোট ৩৫২৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৯৫ জনের। এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে সিটি কর্পোরেশনে ৭৭৬, সদর উপজেলায় ১৮৩৬, বন্দরে ২২৯, আড়াইহাজারে ৩৫০, সোনারগাঁয়ে ১৭৯, রূপগঞ্জে ১৫৭ জনের।