হিজড়া সম্প্রদায়ের পাশে কাউন্সিলর বিন্নী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : লকডাউনে দিশেহারা ৪১ জন হিজড়া সম্প্রদায়ের (তৃতীয় লিঙ্গ) মাঝে সরকারের দেয়া ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও নাসিক (১৩, ১৪, ১৫) নং ওয়ার্ড কাউন্সিলর শারমিন হাবিব বিন্নী। রবিবার (০৩ মার্চ) দুপুরে নাসিক ১৪নং ওয়ার্ড নন্দীপাড়ায় নিজ কার্যালয়ে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।

দেশের এমন দুর্দিনে সরকার জনগণের পাশে আছে উল্লেখ করে তিনি বলেন, করোনার মহামারির সময়ে একটি পরিবারও যেন অনাহারে না থাকে, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। ইতিমধ্যেই আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌছে দিয়েছি এবং দিয়ে যাচ্ছি। আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা করোনার সংক্রমণ ঠেকাতে সরকার ও স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলুন। ঘরে থাকুন, সুস্থ্য থাকুন। প্রয়োজনে আমরা আপনাদের পাশে আছি।

এর আগে প্রথম ধাপে তিনটি ওয়ার্ডে ২৫০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণ বিতরণ করেছিলেন কাউন্সিলর শারমিন হাবিব বিন্নী। এরপর দ্বিতীয় ধাপে তিনটি ওয়ার্ডে ৩০০ পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি নিজ অর্থায়নেও ৫০০ পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ বিতরণ করেন বিন্নী।

add-content

আরও খবর

পঠিত