নারায়ণগঞ্জে করোনায় মোট আক্রান্ত ১০২৬, মৃত ৪৮ জন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২৫ জন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ১০২৬ জনে। পাশাপাশি  থেমে নেই মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন ২জনসহ সর্বমোট মৃতের সংখ্যা হলো ৪৮জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ জন।

রোববার (৩ মে) সকালের দিকে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। এই হিসেব রেকর্ড হয়েছে ২ এপ্রিল সকাল আটটা থেকে ৩ এপ্রিল সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টা।

সিভিল সার্জন অফিস জানিয়েছে, জেলায় মোট আক্রান্তের ৬১৭ জন হচ্ছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার। যা আক্রান্তের সর্বোচ্চ সংখ্যাক এখানেই শনাক্ত। দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হচ্ছে সদর উপজেলায়। এখানে ২৯৯ জন আক্রান্ত রেকর্ড করা হয়েছে।

এছাড়া আড়াইহাজার ২৮, বন্দর ২২, রূপগঞ্জ ১৩, সোনারগাঁ উপজেলায় ৩২ জন আক্রান্ত রেকর্ড করা হয়েছে। এরমধ্যে সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ মৃত্যু ৩৪ এবং সদর উপজেলায় ১০ জন। অন্যান্য উপজেলার মধ্যে বন্দরে ১, রূপগঞ্জে ১ এবং সোনারগাঁয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এদিকে নারায়ণগঞ্জ জেলা থেকে গত ২৪ ঘণ্টায় ১৬৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে জেলা থেকে নমুনা সংগ্রহের মোট সংখ্যা ৩৩৩২ টি।

add-content

আরও খবর

পঠিত