খোরশেদ আলম নাসিরের পিতার মৃত্যুতে ক্রীড়া সংস্থা ও ফুটবল এসোসিয়েশনের শোক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খোরশেদ আলম নাসির এর পিতা বজলুর রহমান এর মৃত্যুতে শোক জানিয়েছে জেলা ক্রীড়া সংস্থা ও ফুটবল এসোসিয়েশন। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে এক শোক বার্তায় মরহুমের বিদেহী আতœার মাগফেরাত কামনা করে তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানান।

এছাড়াও নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি তানভীর আহমেদ টিটু, শোক প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন। উল্লেখ্য,  গতকাল ২৫ এপ্রিল দিবাগত রাত দেড়টায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি।

add-content

আরও খবর

পঠিত