নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ত্রাণ বঞ্চিত রি-রোলিং ও স্টিল মিলস শ্রমিকদের ত্রাণের দাবিতে স্মারকলিপি ও বঞ্চিত রি-রোলিং ও স্টিল মিলস শ্রমিকদের একটি সংক্ষিপ্ত নামের তালিকা নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বরাবর প্রদান করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বেলা ১২টায় স্মারকলিপি ও শ্রমিকদের নামের তালিকাটি জেলা প্রশাসক বরাবর প্রদান করেন রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা।
এসময় উপস্থিত ছিলেন রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস এম কাদির, পাগলা শিল্পাঞ্চল শাখার সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মমিন।
এ সময় তারা বলেন, প্রধানমন্ত্রী এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রাণ মন্ত্রনালয় থেকে কর্মহীন শ্রমিকদের জন্য ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় রি-রোলিং ও স্টিল মিল্স শ্রমিকদের সেই তালিকায় অন্তর্ভূক্ত করা হয় নাই। শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। শ্রমিকদের জীবন বাঁচানোর প্রয়োজনে আমরা জেলা প্রশাসকের নিকট এসেছি এবং ত্রাণ বঞ্চিত রি-রোলিং ও স্টিল মিলস শ্রমিকদের একটি সংক্ষিপ্ত নামের তালিকা জেলা প্রশাসকের অনুপস্থিতিতে তাঁর পিএ-ও নিকট জমা দিয়েছি।