নারায়ণগঞ্জের পশ্চিম দেওভোগে আজমেরী ওসমান এর পক্ষে ত্রান বিতরণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান তনয় আজমেরী ওসমানের পক্ষে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় রবিবার (১৯ এপ্রিল)দুপুরে পশ্চিম দেওভোগে এলাকায় এ বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে।

ওইসময় কর্মহীণ হয়ে পড়া অসহায়দের মাঝে ২শত প্যাকেট ত্রাণ বিতরণ করা হয়।প্রতি প্যাকেটে তাদের জন্য রয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য- চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, লবন, সাবান, মাস্ক।

এসময় উপস্থিত ছিলেন, নাসিম ওসমান স্মৃতি দুস্থ্য ও জণকল্যান ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন, নাসিম ওসমান মেমোরিয়াল ক্রিকেট একাডেমীর কোচ এনামুল হক খোকা,মো. রোমান, মো. ঈমান আলী, দুলাল প্রধান মেম্বার, তানিম, মেহেদি, নাদভী আহমেদ রুন, আনোয়ার, সাইদ নবাব, সজীব ও স্থানীয়রা।

add-content

আরও খবর

পঠিত