নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্পোর্টস রিপোর্টার ) : নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে করোনা ভাইরাস থেকে খেলোয়াড় ও সংশ্লিষ্টদের সচেতন করার লক্ষ্যে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেলন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু ।
২০ মার্চ শুক্রবার সকালে ইসদাইর একেএম সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট গ্রাউন্ডে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ সময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক উপস্থিত খেলোয়াড় ও সকলের মাঝে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন। অন্যান্যের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির, সদস্য মাকসুদ উল আলম, জাহাঙ্গীর আলম, মাহবুবুল হক উজ্জল, ফিরোজ মাহমুদ সামা, ডা.রকিবুল ইসলাম শ্যামল, আতাউর রহমান মিলন, মাহবুব হোসেন বিজন, ক্রিকেট কোচ জলিসুর রহিম, সাবেক জাতীয় ক্রিকেটার শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, সাবেক ক্রিকেটার আরমান হোসেন জুয়েল, জুয়েল হোসেন মনা, তৌহিদ হোসেন শ্যামল, ডিষ্ট্রিক ক্রিকেট কোচ জিয়াউল হক জিয়া প্রমুখ।