বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মাইক্রোবাস ও টেক্সি স্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের দোয়া

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দোয়া ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেছে মাইক্রোবাস ও টেক্সি স্ট্যান্ড শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমান পত্নী ও জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পারভীন ওসমান। মঙ্গলবার (১৭ মার্চ ) দুপুরে ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোড সংলগ্ন টেক্সি স্ট্যান্ডে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার  মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এবং প্রয়াত সাংসদ নাসিম ওসমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এছাড়াও ওসমান পরিবারের সকল সদস্যের দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত  হয়।

মাইক্রোবাসও টেক্সি স্ট্যান্ড শ্রমিক ইউনিয়ের সভাপতি জামাল হোসেনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, নাসিম ওসমান স্মৃতি দু:স্থ্য কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন, কেন্দ্রীয় ছাত্রসমাজ নেতা শাহাদাত হোসেন রুপু, শাহ আলম সবুজ, সংগঠনের কার্যকরী সভাপতি মুকুল মিয়া, সহ-সভাপতি ফজলুল হক বদু, আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক নাছির হোসেন, সহ-সাধারণ সম্পাদক মজিবুর রহমান, আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত