নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদারকে মারধর করার অভিযোগ উঠেছে ছাত্রদলের নামধারী নেতাদের বিরুদ্ধে। বুধবার (৪ মার্চ) সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা আদালত পাড়ার সামনে এ ঘটনা ঘটে।
রুহুলের দাবি ছাত্রদল নেতা শরীফ ও মামুনের নেতৃত্বে ওই হামলা ঘটে। আগেরদিন মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রুহুলকে মারধরের হুমকি দেয় শরীফ। ওই সময়ে তিনি জানান যেখানে রুহুলকে পাওয়া যাবে সেখানেই মারধর করা হবে।
রুহুল বলেন, মামলা সংক্রান্ত কাজে সকাল ১০টায় আদালতপাড়ায় যাবার সময়ে শরীফ ও মামুনের নেতৃত্বে হামলা করে আমাকে মারধর করা হয়। পরে আমি দ্রুত অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের চেম্বারে আশ্রয় নিয়েছি।