নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, ভাষা সৈনিক ও স্বাধীনতা পদকে (মরোণত্তর) ভূষিত প্রয়াত নেতা একেএম শামসুজ্জোহার প্রতিকৃতি স্তম্ভ নির্মাণের দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্ম কমিটি। শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকালে নারায়ণগঞ্জ জেলা গ্রন্থাগার অডিটরিয়ামে একেএম শামসুজ্জোহার ৩৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা এবং মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এসময় সম্মানিত অতিথি কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের কাছে এ দাবি জানান তারা।
মুক্তিযুদ্ধ প্রজন্ম নারায়ণগঞ্জ জেলা কমিটির আহবায়ক এইচ এম রাসেল এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. আবু হাসনাত শহিদ মো. বাদল, প্রধান আলোচক মুক্তিযুদ্ধ প্রজন্ম কেন্দ্রীয় সংসদ এর চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামিউল্লাহ মিলন, কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ প্রজন্মের মহাসচিব মো. সেলিম রেজা, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, বীর মুক্তিযোদ্ধা সন্তান, প্রজন্ম সম্বনয় জাতীয় কমিটির জেলা আহবায়ক এনামুল হক ভূইয়া, মহানগর মহিলা লীগের সভাপতি ইশরাত জাহান স্মৃতি।
স্তম্ভটি নিমার্ণে দাবি তুলে মুক্তিযুদ্ধ প্রজন্ম কেন্দ্রীয় সংসদ এর চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান বলেন, একেএম শামসুজ্জোহা সাহেবকে ঘনিষ্ট সহচর বললেই চলবে না। কারণ ঘনিষ্ট তো ছিলেন মোস্তাকও। কিন্তু তিনি ছিলেন বিশ্বস্ত সহচর। নারায়ণগঞ্জের ইতিহাসে উনাদের ভূমিকা অনেক। তাই শামসুজ্জোহার প্রতিকৃতি স্তম্ভ তৈরি করে আমাদেরকেই সম্মান ধরে রাখতে হবে। আমরা এটি নির্মাণের জন্য জোড়ালো দাবি জানাচ্ছি। এছাড়াও উপস্থিত অতিথি ও নারায়ণগঞ্জবাসী সহ সকলকেই এ দাবি পূরণের জন্য আপনাদের সহযোগীতা কামনা করছি।
ওই দাবির প্রেক্ষিতে প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. আবু হাসনাত শহিদ মো. বাদল বলেন, শামসুজ্জোহা চাচার কথা বলে শেষ করার মতো নয়, এর দু:সাহসও আমার নেই। তবে তিনি বঙ্গবন্ধুর আদর্শিক সৈনিক ছিলেন। যা তার কথা বার্তা ব্যবহারে আমরা পেয়েছি। কারণ সে সময় আমরা ছিলাম সর্বকনিষ্ট কর্মী। তবে যে স্তম্ভের দাবিটি আপনারা তুলেছেন, এটার জন্য আমিও দিমত করবো না। আপনারা পরিবারের মতামতে নিয়ে এগুতে পারেন। আমরা সকলেই আপনাদেরকে সহযোগীতা করবো।
এছাড়াও সংগঠনের জেলা সদস্য সচিব জে আর রাসেল, আহম্মেদ, যুগ্ন আহবায়ক- বাবুল মোল্লা, মোঃ রিয়াজ উদ্দিন রাজীব, মোঃ সাব্বির হোসেন আকুল, সদস্য – এইস এম ফয়সল, রাকিব, কাবুল এবং মহানগর সভাপতি হামদান উর রহমান শান্ত, সহ-সভাপতি আজহারুল ইসলাম রবিন,অজিত কুমার সাহা,বিপ্লব কুমার ঘোষ, মোঃ আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সালাউদ্দিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক গোলাম নবী মাসুদ, সহ সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম, সদস্য আলমগীর হোসেন, মতিন মোল্লা, সিরাজুল ইসলাম, মোহাম্মদ রমজান মিয়া প্রমূখ।