নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। ২১ ফেব্রুয়ারী শুক্রবার সকাল ১০ টায় চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল এর নেতৃত্বে ফুলের তোড়া দিয়ে নারায়ণগঞ্জ মহনগর বিএনপির নেতৃবৃন্দ এই শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেন।
এর আগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাকর্মীরা নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে জড়ো হন। পরে সেখান থেকে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে নানা স্লোগান সহকারে র্যালী করে শহীদ মিনারে আসেন।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু আল ইউসূফ খান টিপু ও সহ প্রচার সম্পাদক মাকিদ মুস্তাকিম শিপলু সহ মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।