নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে ভাষা শহীদদের প্রতি ফুলের শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন শিকড় (একটি অরাজনৈতিক কল্যাণমূলক সংগঠন)। ২১শে ফেব্রুয়ারী শুক্রবার সকালে প্রভাত ফেরীর র্যালী নিয়ে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শিকড় সংগঠনের সদস্যবৃন্দ।
শিকড় এর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন শিকড় সংগঠনের সভাপতি মো: আল জোবায়েদ হৃদয়, সাধারণ সম্পাদক মো: নির্জর রাসেল ও সংগঠনের সকল সদস্যবৃন্দ।প্রসঙ্গত, শিকড় (একটি অরাজনৈতিক কল্যাণমূলক সংগঠন) সারা বছরই বিভিন্ন সামাজিক কর্মসূচী পালন করে থাকে। এছাড়াও বিভিন্ন কল্যাণমূলক কাজে অংশ গ্রহন করেন শিকড় সংগঠনের সদস্যবৃন্দ।