অন্যায় থে‌কে বিরত রাখ‌তে খেলাধূলা‌কে স‌ঙ্গি কর‌তে হ‌বে : এমআরকে রিয়েন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : না‌সিক ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবুর ছেলে বিসিষ্ট সমাজ সেবক এম আর কে রিয়েন বলেছেন, খেলাধূলা আমাদের সকলের শরীর ও মনকে ভালো রাখে। তাই খেলাধূলার বিকল্প নেই। সকল অন্যায়, অপরাধ দমনে ও নিজেকে বিরত রাখতে খেলাধূলাকে সঙ্গী করে নিতে হবে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ‍দুপুর ২ টায় জিমখানা আলাউদ্দিন খান স্টেডিয়ামে আমিনা মঞ্জিল তরুন সমাজের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সাংবাদিক আল মামুন, আজমত উল্লাহ খন্দকার। এছাড়াও উপস্থিত ছিলেন, রতন, মুন্না, হাসান, শাহীন, আশিক, বাবু, পণব, আশিশ, হৃদয়।

add-content

আরও খবর

পঠিত