প‌রি‌চিত হ‌লেও মোবাইল কোর্ট বেশী প‌রিচালনা হ‌বে : না‌হিদা বা‌রিক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক বলেছেন, রেস্টুরেন্টে খাবারের মান যদি খারাপ হয় এর অর্থ এই না বন্ধুদের পরিচিত দেখে এখানে মোবাইল কোর্ট হবে না। এখানে আরো বেশি হবে। বুধবার (১২ ফেব্রুয়ারী) রাত ৮টায় শহ‌রের বঙ্গবন্ধু সড়‌কে হল লা-ভিস্তা রেস্টু‌রেন্ট উ‌দ্বোধন অনুষ্ঠা‌নে বিশেষ অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

তিনি বলেন, এই রেস্টুরেন্টটি আমার বন্ধুর পরিচিতদের তৈরী। তাঁদেরকে মনে রাখতে হবে আমি সদর ইউএনও ছাড়াও একজন ম্যাজিস্ট্রেট। আমি অনেক কিছু করার ক্ষমতা রাখি। কোনো কারণে যদি খাবারের মান খারাপ হয় এর অর্থ এই না বন্ধুদের পরিচিত দেখে এখানে মোবাইল কোর্ট হবে না। রেস্টুরেন্টের খাবারের মান সবসময় ঠিক রাখতে হবে যাতে করে খাবারের মানের একটি ধারাবাহিকতা থাকে।

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ম‌হিলা সংস্থ্যার চেয়ারম্যান ও এম‌পি শামীম ওসমা‌নের সহধর্মিনী সালমা ওসমান লি‌পি, সমবায় ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন মহি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, মার্কেট পরিচালনা কমিটির সভাপতি কামাল আহমেদ, ঢাকা সিটি করপোরেশনের কাউন্সিলর রোকনউদ্দিন আহমেদ, লা ভিস্তা রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক কামাল হাসান বিপ্লব, পরিচালক মো. রাসেল, মো. সুমন, সুজন রায়, মো. সবুজ সহ অন্যান্য অ‌তি‌থিবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত