মাদক কারবারি যত শক্তিশালীই হোক, নির্মূল করা হবে : র‌্যাব ডিজি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : র‌্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদ বলেছেন, মাদক কারবারিরা যত শক্তিশালীই হোক, তাদের মাটির নিচ থেকে হলেও ধরে ধরে নির্মূল করা হবে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ পুরাতন ভবন মাঠে মুজিব বর্ষ উপলক্ষে র‌্যাব-১২ আয়োজিত মাদক বিরোধী সাইকেল র‌্যালি উদ্বোধন করেন র‌্যাব ডিজি।  এসময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, মাদক সমস্যা একদিনে তৈরি হয়নি, তাই অতি অল্প সময়ে তার নির্মূল সম্ভব নয়, এর জন্য প্রলম্বিত অপারেশন প্রয়োজন। তবে এক বা দেড় বছর আগের চেয়ে বর্তমান পরিস্থিতি অনেক ভালো। আইন-শৃঙ্খলা বাহিনী ও দেশের সব নাগরিক ঐক্যবদ্ধভাবে কাজ করে মাদকের ডিমান্ড ও সরবরাহ বন্ধ করতে হবে। আর এজন্য আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল তোফায়েল সরোয়ার, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি একেএম হাফিজ আক্তার, র‌্যাব-১২ অধিনায়ক খায়রুল ইসলাম, জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী প্রমুখ।

এছাড়াও বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার এএসসি রওশন আলী প্রমুখ উপস্থিত ছিলেন। বিকালে পুলিশ লাইন্স মাঠে জঙ্গিবিরোধী আলেম-ওলামা সুধী সমাবেশে র‌্যাব মহাপরিচালক ড. বেনজীর আহমেদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

add-content

আরও খবর

পঠিত