নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আপনারা আমার পাশে ছিলেন এবং আছেন। আমিও আপনাদের পাশে আছি এবং থাকবো। আমার মেয়াদ আছে আর মাত্র দুই বছর। এর মধ্যেই চারুকলা ইনস্টিটিউটকে নতুনরূপে সাজানো শেষ করব।
শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে শহরের জিমখানা এলাকায় শেখ রাসেল নগর পার্ক সংলগ্ন ইনস্টিটিউট প্রাঙ্গনে রজত জয়ন্তীর অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন, বরেণ্য চিত্রশিল্পী ও কার্টুনিস্ট রফিকুন নবী, নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, ভবানী শংকর রায়সহ অন্যান্য সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
বরেণ্য চিত্রশিল্পী ও কার্টুনিস্ট রফিকুন নবী (রণবী) বলেন, আমি এর প্রতিষ্ঠাকাল থেকেই সম্পৃক্ত আছি। পঁচিশ বছর আগে একটা বস্তির মাঝখানে দূর্গন্ধময় স্থানে শুরু হয়ে আজকে সারাদেশের মধ্যে সাড়া জাগিয়েছে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট। নারায়ণগঞ্জের মানুষ সংস্কৃতিমনা বলেই এটা সম্ভব হয়েছে। এই প্রতিষ্ঠানটি নারায়ণগঞ্জের গর্ব।
এর মাধ্যমে নারায়ণগঞ্জের সংস্কৃতি অঙ্গন অনেকদূর এগিয়েছে এবং সমৃদ্ধ করেছে। ভবিষ্যতে এই চারুকলা ইনস্টিটিউটের আরো সাফল্য কামনা করে এর পাশে থাকার জন্য নারায়ণগঞ্জবাসীকে ধন্যবাদ জানান দেশবরেণ্য এই চিত্রশিল্পী।
নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. সামছুল আলম আজাদ জানান, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি ৯৯ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। ৯৪ সালে শহরের চাষাড়ায় রেলস্টেশন মসজিদের পেছনে মাত্র ৪জন শিক্ষার্থী নিয়ে অস্থায়ীভাবে যাত্রা শুরু করে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট। ৯৬ সালে ১৪জন শিক্ষার্থী নিয়ে জিমখানা বস্তি সংলগ্ন রেলওয়ের বরাদ্দকৃত ৮৩ শতাংশ জায়গার উপর ছোট্ট পরিসরে গড়ে তোলা হয় স্থায়ী ক্যাম্পাস। পরবর্তীতে সিটি করপোরেশন ২০১৮ সালে এই জায়গা রেলওয়ে থেকে অধিগ্রহন করে চারুকলা ইনস্টিটিউটকে আরো ৪৩ শতক জায়গা সম্প্রসারণসহ ১৩ কোটি টাকা ব্যয়ে ভবন নির্মন করে দেয়।
তিনি জানান, বর্তমানে ১ একর ২০ শতক জায়গার উপর চলছে এর অবকাঠামোগত উন্নয়ন কাজ। ২০০০ সালে এই ইনস্টিটিউটের ১৪ জন শিক্ষার্থী প্রি-ডিগ্রী পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ২০০৪ সালে প্রথম স্নাতক পরীক্ষায় অংশ নেন সমসাময়িক ব্যাচের শিক্ষার্থীরা। ২০০৬ সালে অনার্স কোর্স চালু হলে সারাদেশে গ্রহণযোগ্যতা সৃষ্টি হয় ও শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকে। গত পঁচিশ বছরে সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী স্নাতক ও সম্মান ডিগ্রী অর্জন করে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।
অধ্যক্ষ সামছুল আলম আলম আরও জানান, মাস্টার্স কোর্স চালু করার ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রশ্নপত্র অনুমোদন হয়েছে। তবে সিটি করপোরেশনের অর্থায়নে ইতোমধ্যে নতুন ভবন নির্মানসহ অবকাঠামোগত বিভিন্ন উন্নয়নের কাজ চলমান থাকায় এ বছর সেটা সম্ভব হচ্ছে না। আগামী বছরের মধ্যে উন্নয়ন কাজ শেষ হলেই নতুন ভবন উদ্বোধনের পাশাপাশি মাস্টার্স কোর্স চালু করার প্রত্যাশার কথা জানান তিনি।
বক্তব্য শেষে মেয়র আইভী ও চিত্রশিল্পীরা বিভিন্ন চিত্রকর্ম দেখেন এবং অভিভূত হন। রজত জয়ন্তী উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের আঁকা নানা চিত্রকর্ম নিয়ে আয়োজিত সাত দিনব্যাপী এই চিত্রপ্রদর্শনী প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শণার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।