শ্রমিক লীগ নেতা শুক্কুর মাহমুদের প্রথম জানাযায় ঢল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বাংলা‌দেশ জাতীয় শ্রমিক লীগের সদ্য সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি আলহাজ্ব শুক্কুর মাহমুদ এর প্রথম জানাযায় সর্বস্তরের মানুষের ঢল নেমেছিলো। ২৮ জানুয়ারি মঙ্গলবার বাদ যোহর নারায়ণগঞ্জের ডিআইটি মসজিদের সামনে মরহুমের প্রথম নামাজের জানাযা সম্পন্ন হয়।

এর আগে সোমবার দিবাগত রাত ১টা ৩০ মি‌নি‌টে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া  বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী র‌জিউন)। মৃত্যুকা‌লে তার বয়স হ‌য়ে‌ছিল ৭৩।  মৃত্যুকালে ৪ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন। তারঁ মৃত্যুতে প‌রিবার সহ রাজ‌নৈ‌তিক অঙ্গ‌ণে শো‌কের ছায়া বই‌ছে।

এদিকে মরহুমের জানাযায় অংশ নেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা কাউসার আহম্মেদ পলাশ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরজু রহমান ভূইয়া, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বন্দর আওয়ামী লীগের সভাপতি এমএ রশিদ, সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, সাধারণ সম্পাদক আলী রেজা উজ্জ্বল, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর সেন্টু সহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীসহ নানা শ্রেণি পেশার হাজারো মানুষ।

প্রসঙ্গত, আলহাজ্ব শুক্কুর মাহমুদ এর দ্বিতীয় নামাজের জানাযা বাদ আসর রাজধানীর ২৩ নং বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। এতে দলটির কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা অংশ নিবেন। এরপর সর্বশেষ বাদ এশা কদম রসুল দরগায় তৃতীয় নামাজের জানাযা শেষে নবীগঞ্জস্থ বাগে জান্নাত কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে।

add-content

আরও খবর

পঠিত