আমলাপাড়ায় ক্যারাম বোর্ড টুর্নামেন্টে জয়ী ড্যানি-মাসুদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : অগ্নিবীণা ক্রীড়াচক্র  আয়োজিত মরহুম কাউছার সরদার স্মরণে রৌপ্য কাপ ক্যারাম বোর্ড টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত । ২৪শে জানুয়ারী শুক্রবার রাতে আমলাপাড়া মাদ্রাসা সংলগ্নে এ আয়োজন করা হয় । এসময় বিজয়ী দলের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

মো.হীরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমলাপাড়া পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক হানিফ সরদার। বিশেষ অতিথি হিসেবে হেলাল উদ্দিন, বাদশা মিয়া, কালু মিয়া, মালু মিয়া, ইদ্রিস মিয়া, নান্নু মিয়া, খোকন মিয়া, মো.শরীফ হোসেন, খোকা মিয়া, খোকন মিয়া, মো. রাজু, দুলাল সরদার, মানিক সরদার, সাইফুল ইসলাম সহ এলাকা মুরুব্বিগণ। এসময় টুর্নামেন্ট পরিচালনা করেছেন অগ্নিবীণা ক্রীড়া চক্রের সদস্যদের মধ্যে রিয়াদ, নিবির, প্রিজন, নিশু, রাকিব, ইশান ও ঔরব।

তাছাড়া এদিকে রৌপ্য কাপ ক্যারাম বোর্ড টুর্নামেন্টে মোট ১৬ টি জুটি অংশ নেয়। ফাইনাল খেলায় ড্যানি ও মাসুদ জুটি বনাম সজীব ও সোহাগ জুটির মধ্যে চ্যাম্পিয়ন হয় কাউছার সরদার স্মৃতি সংসদের ড্যানি-মাসুদ জুটি। অনুষ্ঠানে চ্যাম্পিয়ন জুটিকে রৌপ্য কাপ তুলে দেন প্রধান অতিথি চান্দ এন্ড কোং এবং খায়ের নীট ফ্যাশনের চেয়ারম্যান হানিফ সরদার।

এ ছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ক্রেস প্রদান করে আয়োজকরা। প্রধান অতিথির বক্তব্যে হানিফ সরদার বলেন, মাদকমুক্ত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে ক্রীড়া প্রতিযোগীতার ধারাবাহিকতা বজায় রাখতে যুব সমাজের প্রতি আহবান জানান। তিনি আরো বলেন, যুব সমাজকে মাদক মুক্ত রাখতে খেলাধূলার বিকল্প কিছু নেই। আমি এলাকার যুব সমাজকে সার্বিক সহযোগীতা করে যাবো।

add-content

আরও খবর

পঠিত