নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্পোর্টস রিপোর্টার ) : নারায়ণগঞ্জের গলাচিপা কলেজ রোড নিবাসী, নারায়ণগঞ্জ মহকুমা ক্রীড়া সংস্থার (ভুতপূর্ব) সদস্য এবং রেইনবো এ্যাথলেটিক ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। ২২ জানুয়ারি বুধবার দিবাগত রাত ১২:১৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন। নারায়ণগঞ্জ মহকুমা ক্রীড়া সংস্থার (ভুতপূর্ব) সদস্য সিদ্দিকুর রহমান এর ইন্তেকালে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার শোক প্রকাশ করেছেন।
২২ জানুয়ারি বুধবার দুপুরে জেলা ক্রীড়া সংস্থার এক সংবাদ বিবৃতিতে জানান, সিদ্দিকুর রহমান একজন স্বজ্জন মানুষ হিসেবে ক্রীড়াঙ্গণে সকলের সাথে তাঁর সম্পর্ক ছিল বন্ধুত্বের মত। মহকুমার খেলাধুলার উন্নয়ণে তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল। ক্রীড়াঙ্গণের স্বজ্জন ব্যক্তিত্ব সিদ্দিকুর রহমানের ইন্তকালে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। শোক বিবৃতিতে মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়েছে।