নারায়ণগঞ্জ বার্তা ২৪ : স্বর্না বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে নারায়ণগঞ্জের একটি আদালত। একই সঙ্গে দুই হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আলমের আদালত স্বর্ণার উপস্থিতিতে রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত স্বর্না বেগম চাঁনমারী বস্তির কালামের স্ত্রী। আদালতে বেঞ্চ সহকারী জাকির হোসাইন এর সত্যতা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, ২০১১ সালের ২৪ ডিসেম্বর রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে চাঁনমারী বস্তি থেকে এক কেজি গাঁজাসহ স্বর্ণাকে গ্রেফতার করে। এ ঘটনায় এসআই শহীদুল ইসলাম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।