মেয়র আইভীকে হত্যাচেষ্টার মামলায় ৮ জনের জামিননামা দাখিল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : হকার ইস্যুতে বঙ্গবন্ধু সড়কে ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভীকে হত্যাচেষ্টা ও তার সমর্থকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার ৮ আসামি উচ্চ আদালত থেকে নেয়া জামিননামা জেলা জজ ও দায়রা জজ আদালতে দাখিল করেছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালতে স্বশরীরে উপস্থিত হয়ে জামিননামা দাখিল করেন।

মামলার প্রধান আসামি ঘটনার দিন অস্ত্র প্রদর্শনকারী নিয়াজুল ইসলাম খান (৫২) ব্যতিত নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম (৪৯), সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল (৪৮), শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু (৪৬), মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন (৩৫), স্বেচ্ছাসেবক লীগ নেতা জানে আলম বিপ্লব (৪২), জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন (৩২), যুবলীগ কর্মী নাসির উদ্দিন ওরফে টুন্ডা নাসির (৫২) এবং যুবলীগ নেতা চঞ্চল মাহমুদসহ (৫২) উচ্চ আদালত থেকে প্রাপ্ত জামিননামা দাখিল করেন।

নারায়ণগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড.ওয়াজেদ আলী খোকন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এই মামলার প্রধান আসামি নিয়াজুল ইসলাম ছাড়া মামলায় উল্লেখ ৮ আসামি উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের জামিনে ছিলেন। জামিনে থাকা অবস্থাতেই উচ্চআদালতের দেয়া জামিননামা জেলা জজ আদালতে দাখিল করার নির্দেশ দিলে তারা আজ জামিননামা সরাসরি জেলা ও দায়রা জজ আদালতে দাখিল করেন। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তা গ্রহণ করেন। যেহুতু এই মামলায় তারা জামিনে আছেন সেহুতু নতুন করে জামিন চাওয়ার কিছু নেই।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু সড়কের ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে ২০১৮ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী ও তার সমর্থকদের ওপর হামলার ঘটনায় ২২ মাস ১৮ দিন পর আদালতে মামলা করা হয়। নারায়ণগঞ্জ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফাহমিদা খাতুনের আদালত অভিযোগটি আমলে নিয়ে সদর মডেল থানাকে এজহার হিসেবে গণ্য করার জন্য নির্দেশ দিয়েছেন।

মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে হত্যা চেষ্টার অভিযোগ এনে বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আইন কর্মকর্তা জি এম এ সাত্তার বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় ঘটনার দিন অস্ত্র প্রদর্শনকারী নিয়াজুল ইসলাম খানসহ জামিননামা দাখিল করা ৮জনসহ ৯ জনের নামোল্লেখ করে অজ্ঞাত প্রায় ৯০০ থেকে ১০০০ জনকে আসামী করা হয়েছে।

উল্লেখ্য, গত ২০১৮ সালের ১৬ জানুয়ারী ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সংঘর্ষে  মেয়র আইভী, সাংবাদিকসহ অর্ধশতাধিক আহতের ঘটনা ঘটে। এ ঘটনায় ২৫ জানুয়ারি রাতে পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি (অপারেশন) জয়নাল আবেদীন বাদি হয়ে অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন ।

add-content

আরও খবর

পঠিত