নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ মনিরুল ইসলাম এবং র্যাব-১১ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৫ জানুয়ারি রবিবার সকালে পুলিশ সপ্তাহের প্রথম দিনে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে পুলিশ সপ্তাহের প্রথমদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদকপ্রাপ্ত অন্যান্য পুলিশ সদস্যদের সাথে নারায়ণগঞ্জ জেলায় কর্মরত দুই কর্মকর্তাকেও প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) পরিয়ে দেন।
মোহাম্মদ মনিরুল ইসলাম রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) সেবা ও আলেপ উদ্দিন রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) সাহসিকতা ক্যাটাগরিতে এই পুরষ্কার পেলেন। এর আগেও জঙ্গি দমনে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে আলেপ উদ্দিন পিপিএম পদক পেয়েছিলেন।
এদিকে আলেপ উদ্দিন ২০১৯ সালে জেএমবি ও জেএমবির সারোয়ার তামিম গ্রুপ এবং আনসার আল-ইসলামসহ বিভিন্ন সংগঠনের ২৫ জঙ্গিকে গ্রেফতার করেন। তিনি ১৬টি জঙ্গি বিরোধী অভিযানসহ মোট ৫৪টি সফল অভিযানের নেতৃত্বে দেন। অস্ত্র, মাদক ও খুন ধর্ষণের আসামী গ্রেফতার এবং উদ্ধারের তার গুরুত্বপূর্ণ সাফল্য রয়েছে।
এছাড়াও প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার আইজিপি ব্যাজ পেয়েছেন নারায়ণগঞ্জে কর্মরত পুলিশের সাতজন সদস্য। পদকপ্রাপ্তরা হলেন- র্যাবের মেজর তালুকদার নাজমুছ সাকিব ও অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী পিপিএম, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি মোহাম্মদ আমজাদ হোসাইন ও অতিরিক্ত পুলিশ সুপার সৈকত শাহীন, রূপগঞ্জ থানার এসআই নাজিম উদ্দিন, জেলা পুলিশের এএসআই ওবায়দুর রহমান ও এএসআই জসিম উদ্দিন।