নারায়ণগঞ্জে পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবিতে ছাত্র ফ্রন্টের মানববন্ধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদ দাতা ) : সন্ত্রাস দখলদারিত্বমুক্ত গণতান্ত্রিক ক্যাম্পাস নিশ্চিত, নারায়ণগঞ্জে পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণ, শিক্ষার বাণিজ্যিকীকরণ, বেসরকারিকরণ, সাম্প্রদায়িকীকরণ বন্ধ-এ  তিন দফা দাবিতে মানববন্ধ করেছে  সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। শনিবার (৪ জানুয়ারি) সকালে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা সভাপতি সুলতানা আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক বেলাল, সহ-সভাপতি জেসমিন আক্তার, অর্থ সম্পাদক মুন্নি সরকার, সরকারি মহিলা কলেজের শাখার সভাপতি সানজিদা শান্ত, নারায়ণগঞ্জ কলেজ শাখার আহাবায়ক রায়হান শরিফ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, নতুন বছর আসলে সবার স্বপ্ন থাকে নতুন ক্লাসে ভর্তি হবার স্বপ্ন। সেই স্বপ্ন, স্বপ্নই থেযোয়। কারণ শ্রমজীবী পরিবারে শিক্ষা আওতায় আসাটা কষ্টকর ব্যাপার হয়ে যায়। সারা দেশে কি অবস্থা চলছে আমরা সাবাই দেখছি। এক দিকে বিশ্ববিদ্যালয়গুলোতে অগণতান্ত্রিক পরিবেশ করে রেখেছে। শিক্ষা আর সন্ত্রাস কীভাবে এক সাথে চলে । বাংলাদেশে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষ আর সন্ত্রাস এক সাথে চলছে। সন্ত্রাস আর শিক্ষা এক সাথে চলতে পারে না।

বক্তারা আরও বলেন, বুয়েটের ছাত্র আবরা হত্যা পর থেকে বের হয়ে আসছে সারা দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে টর্চার সেল গঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে কেনো টর্চার সেল থাকবে। সেখানে থাকবে গবেষণাগার, লাইব্রেরি যেখানে তারা পড়াশুনা করতে পারবে। কিন্তু নতুন করে শুনতে হচ্ছে সেখানে তৈরি হয়েছে টর্চার সেল। ১৭ টি বিশ্ববিদ্যালয়ে টর্চার সেল পাওয়া গেছে। এই টর্চার সেল কারা তৈরি করে? এর সাথে কারা যুক্ত কারা? এই ক্ষমতাসীন সরকারে ছাত্র সংগঠনগুলো টর্চার সেল তৈরি করে। নারায়ণগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তার বাইরে না।মানববন্ধনে শেষে একটি বিক্ষোভ  মিছিল বের হয়ে শহরে প্রধান প্রধান শহরে প্রদিক্ষণ করে।

add-content

আরও খবর

পঠিত