নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : নগরীর চাষাঢ়ায় ইভটিজিংয়ের অপরাধে কানন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (৩০ ডিসেম্বর) ইভটিজিংয়ের শিকার এক মেয়ের মায়ের অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করে পুলিশ।
শনিবার (২৮ ডিসেম্বর) রাতে শহরের চাষাঢ়া শহীদ মিনারে অভিযোগকারী তার মেয়েকে নিয়ে বেড়াতে গেলে অভিযুক্তরা তাকে উত্যক্ত করে এবং এক পর্যায়ে তার মেয়ের (২২) ওড়না ধরে টান দেয়। এ ছাড়াও বিভিন্ন কুপ্রস্তাব ও বাজে মন্তব্য করে।
অভিযুক্তরা হলো, পশ্চিম মাসদাইর এলাকার জসু মিয়ার ছেলে অনিক (২২), হাজীগঞ্জ মলিবাস মোড়ের এমরাহ হোসেনের ছেলে কানন (২২), রনিসহ (২৮) অজ্ঞাত আরও তিন জন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, এ ঘটনার অভিযোগ পাওয়ার পর এক অভিযুক্তকে আটক করা হয়েছে। বাকিদেরও ধরার চেষ্টা চলছে।