নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জে সদ্য যোগ দেয়া পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম বলেছেন, একটি মিথ্যা মামলাও সহ্য করবো না। মিথ্যা মামলা করার জন্য পুলিশের জন্ম না। পুলিশ মামলাবাজ না। মামলা করার জন্য পুলিশ না। পুলিশ মানুষের সেবা করার জন্য। আইন-শৃঙ্খলা রক্ষা করার জন্য। মানুষ যাতে শান্তিতে থাকতে পারে সেটাই হচ্ছে পুলিশের কাজ। কাউকে ফাঁসানোর জন্য, কাউকে ধরে আনার জন্য, কারো বাড়ি দখল ছুটিয়ে দেওয়ার জন্য পুলিশ না। পুলিশের জন্য আইন আছে। ১৮৬১ সালের আইনে যা বলা আছে আমি সেভাবেই চলবো। রবিবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসবকথা বলেন।
তিনি আরো বলেন, আমেরিকার মানুষ ভালো, সেখানকার পুলিশও ভালো। আমার দেশে আমিসহ শতকরা নিরানব্বই ভাগ মানুষই সুযোগ পেলে অনিয়ম করি। আমরা সুযোগ পেলেই উল্টো পথে গাড়ি চালানোর চেষ্টা করি। একটি টিকেট কাটবো সেটাও ভিন্ন ভাবে করার চেষ্টা করি। আমরা নিরানব্বই ভাগ মানুষই আইন ভাঙতে চাই। এখানে যদি আমেরিকান পুলিশ আসলেও সে যে ফেরেশতা হয়ে যাবে তা নয়। আমি চেষ্টা করবো পুলিশের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে। ২০১৬ সালে বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম আমি পুলিশের ডোপ টেস্ট চালু করি।
পুলিশ সুপার বলেন, এখানে যত সাংবাদিক এসেছেন তারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি মনে করবো আমরা পুলিশের সংখ্যা অনেক। আপনারা যে তথ্য দিতে পারবেন, যে তথ্য উদঘাটন করতে পারবেন, তা অন্য কারো কাছ থেকে পাবো না। তাই সাংবাদিক ও মুক্তিযোদ্ধাদের প্লাটফর্ম যদি ভাগ হয়ে যায় তাহলে আর উপায় থাকবে না। মত পথ যেমনই থাকুক। আমরা চাই সাংবাদিকরা সব এক থেকে কাজ করেন। সে লক্ষ্যে আমি মুন্সিগঞ্জেও কাজ করেছি।
তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরেই সাংবাদিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। আপনাদের সহযোগিতায় ঢাকা মেট্রোপলিটনে ৯ বছর এবং মুন্সিগঞ্জে তিন বছর প্রায় পাঁচ মাস কাজ করে বর্তমানে এখানে এসেছি। এখানেও আপনাদের সহযোগিতা নিয়েই কাজ করতে চাই।
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো. আব্দুল্লাহ আল-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুবাস চন্দ্র সাহা সহ জেলার উর্দ্বতন কর্মকর্তাগন।