নারায়ণগঞ্জ বার্তা ২৪ : প্রতিবছরের বছরের মতো এবারও বঙ্গসাথী ক্লাবের উদ্যোগে বিনামূল্যে ১৫০ জন শিশুদের সুন্নতে খাতনা করানো হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে শহরের পশ্চিম দেওভোগ এলাকায় আলী আহাম্মদ চুনকা বিদ্যালয়ে এ আয়োজন করা হয়। এ উপলক্ষে সুন্নতে খাৎনা শুরুর আগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহনকারী শিশুদের সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে পাঞ্জাবী, গামছা, লুঙ্গি প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।
বঙ্গসাথী ক্লাবেব প্রতিষ্ঠাতা সভাপতি আহাম্মদ আলী রেজা উজ্জল বলেন, মানুষের সেবার মাঝেই প্রকৃত আনন্দ পাওয়াযায়। তাই সবসময় মানুষের পাশে থেকে বঙ্গসাথী ক্লাব মানব সেবা কার্যক্রম চালিয়ে আসছে। প্রতিবছরের ন্যায় এবছরও দেড়শতাধিক ছেলে শিশুকে বিনামূল্যে সুন্নতে খাৎনার করানো হলো। বঙ্গসাথী ক্লাব সবসময় মানবসেবায় এ ধারাবাহিকতা চালিয়ে যাবে।
এসময় উপস্থিত ছিলেন বঙ্গসাথী ক্লাবের প্রধান উপদেষ্টা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। বঙ্গসাথী ক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি আহাম্মদ আলী রেজা উজ্জলের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার আমিনুল ইসলাম, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র বিভা হাসান, আমরা নারায়ণগঞ্জবাসি সংগঠনের সভাপতি নুর উদ্দিন আহমেদ, সাবেক প্যানেল মেয়র হাজী উবায়দুল্লাহ, ১৬ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি মোনয়ার হোসেন মনা, আহাম্মদ আলী বেপারী, বঙ্গ সাথী ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার শুভ, সহ সভাপতি আব্দুর রব রনি, সহ সভাপতি ফাইজুল ইসলাম রুবেল, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার সাগর, কোষাদক্ষ মো. মাসুদ, ক্রীড়া সম্পাদক সাইফুদ্দিন খুকু, দপ্তর সম্পাদক জিয়াউল হক জিকো, সাংস্কৃতিক সম্পাদক আবু রেজা রাসেল, সমাজ কল্যান সম্পাদক জহিরুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রেজায়ানুল ফাহমিদ, কার্যকরি সদস্য, ইশবাল বাবু, গাউস মো. সোহাগ, কামরুল হুদা বাবু, জুয়েল শেখ, আলীনূও সুমন, মাতিন মোল্লা, এনায়েত হোসেন বাদল উপস্থিত ছিলেন।