নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন নারায়ণগঞ্জের ৫ নেতা। রবিবার (২২ ডিসেম্বর) ২৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন জাতীয় পার্টির ভাপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।
জেলা ছাত্র সমাজের আহবায়ক শাহাদাত হোসেন রূপু কেন্দ্রীয় ছাত্র সমাজের সহ সভাপতি, মহানগর ছাত্র সমাজের আহবায়ক শাহ আলম সবুজ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন জেলা ছাত্র সমাজের সদস্য সচিব ফয়সাল উল্লাহ, বন্দর উপজেলা ছাত্র সমাজের আহবায়ক নয়ন সরদার ও সদস্য সচিব রবিউল আউয়াল।