নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহাসিক আমিনপুর মাঠে ২০ ডিসেম্বর শুক্রবার রয়েল প্রিমিয়ার লীগ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় রওশন আরা ফারুক ফাউন্ডেশনকে ৪ উইকেটে হারিয়ে শিশু কিশোর ক্রিকেট একাডেমি শিরোপা অর্জন করে।
সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থা ও রয়েল ক্রিকেট ওয়ার্ল্ড এর যৌথ আয়োজনে টি-টোয়েন্টি ফরমেটের এ টুর্নামেন্টে সারাদেশ থেকে মোট ৩২টি দল অংশগ্রহণ করেছিলো। ফাইনালে রওশন আরা ফারুক ফাউন্ডেশন প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে তারা ৯ উইকেটে ১৭৭ রান সংগ্রহ করে। পরে শিশু কিশোর ক্রিকেট একাডেমি ১৬ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। শিশু কিশোর ক্রিকেট একাডেমির সৌরভ ম্যান অব দ্যা ম্যাচ ও রওশন আরা ফারুক ফাউন্ডেশনের রাব্বী ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খাঁন। এসময় রওশন আরা ফারুক ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির, সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও রয়েল ক্রিকেট ওয়ার্ল্ড বাংলাদেশ শাখার সভাপতি আবু নাইম ইকবাল, রয়েল ক্রিকেট ওয়ার্ল্ড বাংলাদেশ শাখার সাধারন সম্পাদক রকিব খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক নজরুল ইসলাম বিজয়, সোনারগাঁ পৌরসভার কাউন্সিলর জাহেদা আক্তার মনি, পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এম এ জামান সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে চ্যানেল টি ওয়ানের সোনারগাঁ প্রতিনিধি ও আমার সোনারগাঁ ডটকমের সম্পাদক হাবিবুর রহমান, নিউজ সোনারগাঁ ২৪ ডটকমের প্রকাশক ফরিদ হোসেন ও দেশ বার্তা ৭১ ডটকমের সম্পাদক মশিউর রহমানকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।