পুলিশের উপর হামলায় ৩১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার-৭

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বিজয় দিবসের র‌্যালি থেকে পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা প্রদান, যানবাহন চলাচলে বাধা, সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করাসহ আরো কয়েকটি অভিযোগ তুলে বিএনপির ১৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে আরো অজ্ঞাত আসামি করে বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। সোমবার (১৬ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক মো. ছাইফুল ইসলাম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলা নং ৩৯।

মামলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ (৪৮), মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালকে (৫৫) নিজবাসা থেকে গ্রেফতার করা হয়। এছাড়া মামলায় উল্লেখিত ঘটনাস্থল থেকে আটক ৪ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। তারা হলেন, নুর এলাহী সোহাগ ওরফে রাকিব (৩৭), মো.স্বপন মিয়া (২০), মো.কামরুল হাসান (২৯) এবং মামুন (২০)। এছাড়া অজ্ঞাত আসামি হিসেবে হোসেন কাজলকে নামে এক বিএনপি কর্মীকে গ্রেফতার দেখানো হয়েছে।

এই মামলায় অন্যান্য আসামীরা হলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু হাসান ইউসুফ টিপু, মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, যুবদল নেতা মনিরুল ইসলাম সজল, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক ওহিদুল ইসলাম ছক্কু, জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি, জেলা শ্রমিকদলের সভাপতি মন্টু মেম্বার, মঞ্জু, আকরাম প্রধান, মহানগর মৎসজীবী যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিংকন। এছাড়াও অজ্ঞাত আসামী করা হয়েছে আরও ৩শ জনকে।

মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) মো. আসাদুজ্জামান। তিনি জানিয়েছেন, এই ঘটনায় রাতেই মামলা দায়ের হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে মামুন মাহমুদ ও এটিএম কামালকে গ্রেফতার করেছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

মামলার এজাহারে বাদী এসআই ছাইফুল ইসলাম উল্লেখ করেন, ১৬ ডিসেম্বর সকাল ১০ টার দিকে শহরের দুই নম্বর রেল গেট এলাকায় উল্লেখিতরা সংঘবদ্ধ ভাবে যানবাহন ভাঙচুর চালাচ্ছে, এমন সংবাওে ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দিলে তারা পুলিশের উপর হামলা চালিয়ে অস্ত্র ও গুলি লুটপাটের চেষ্টা চালায়। পরে পুলিশ উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করলে অন্যরা পালিয়ে যায়। এসময় নূর এলাহী সোহাগ ওরফে রাকিব, বিএনপির কর্মী স্বপন মিয়া, কামরুল হাসান, মামুনকে আটক করা হয়। তাদের কাছ থেকে লাঠি ও ইটের টুকরা জব্দ করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত