নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ইংলিশ মিডিয়াম স্কুল চেইঞ্জেস এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মহান বিজয় দিবস উদযাপন করা হয়। সোমবার (১৬ই ডিস্বের) সকাল ৯ টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। নাচ-গান, দৌড়, চকলেট দৌড়, মারবেল দৌড়, মোড়ক লড়াই, মেমরী টেস্ট, হাড়ি ভাঙাসহ আরো অনেক খেলায় স্কুলের শিক্ষার্থীসহ অভিভাবকগণ অংশগ্রহণ করেন। বিশেষ করে উল্লেখযোগ্য বাংলাদেশের জাতীয় খেলা হা-ডু-ডু ক্লাশ-নাইন ও ক্লাশ টেন এর মধ্যে অনুষ্ঠিত হয়। এই খেলায় ক্লাশ টেন বিজয়ী হয়।
দুপুর দেড় টায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। পুরস্কার বিতরণ ও সমাপনি বক্তব্যে স্কুলের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব জি, এম, ফারুক বলেন, চেইঞ্জেস স্কুল ইংলিশ মিডিয়াম হলেও দেশীয় কৃষ্টি এবং দেশীয় সংস্কৃতির বাহক হিসেবে শিক্ষার্থীদের সবসময় উদ্বদ্ধ করা হয়। আমরা চেষ্টা করি শিক্ষার্থীরা যেন মুক্তিযুদ্ধের চেতনাকে অন্তরে ধারণ করে, বিজ্ঞানের অগ্রযাত্রায় এবং দেশীয় সাহিত্য-সংস্কৃতিতে অবদান রাখতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্কুলের সম্মানিত পরিচালক জনাব মালিক সোহেল সারোয়ার, জনাবা জেসমিন আলী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব সাদিকুর রহমান, ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ জনাবা নাসিমা বেগনসহ স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, অভিভাবিকা, শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।