লুৎফা টাওয়ারের মালিকের ছেলে সুমন কারাগারে

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া লুৎফা টাওয়ারের মালিক প্রয়াত হাজী আব্দুর রউফের ছেলে লুৎফর রহমান সুমন অবৈধ ভিওআইপি মামলায় গ্রেফতার হওয়ার পর সদর মডেল থানা পুলিশ তাকে আদালতে প্রেরণ করেন। আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

রবিবার (১৫ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট (ক-অঞ্চল) ফাহমিদা খাতুনের আদালতে গ্রেফতার হওয়া আসামী সুমনের জামিনের আবেদন করা হলে আদালত তার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সুমনের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনাল ওয়ারেন্ট নাম্বার ৮৫/০৬ একটি ওয়ারেন্ট রয়েছে। তাছাড়া অবৈধ ভিওআইপির ব্যবসার অভিযোগে ২০০৭ সালে বাংলাদেশ টেলি যোগাযোগ আইন ২০০১ এর ৩৫ এর (ক) সহ ১৯৭৮ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ এর ২ ধারায় তার বিরুদ্ধে মামলা রয়েছে।

জানা যায়, গত ১৪ ডিসেম্বর বিকেলে নগরীর  লুৎফা টাওয়ারের পাশের গলি থেকে সদর মডেল থানার থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান এর নির্দেশে লুৎফর রহমান সুমনকে গ্রেফতার করেন উপ-পরিদর্শক (এস.আই) শাহাদাৎ।

add-content

আরও খবর

পঠিত