নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : অবৈধভাবে অনুমোদন ছাড়া ভিওআইপি ব্যবসা পরিচালনা করার একটি পুরনো মামলায় নারায়ণগঞ্জের শহরের লুৎফা টাওয়ারের অরিন্দম ফ্যাশনের মালিক লুৎফর রহমান সুমনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। সুমন লুৎফা টাওয়ারের মালিক মরহুম আব্দুর রউফের ছেলে।
১৪ ডিসেম্বর শনিবার বিকালে নগরীর লুৎফা টাওয়ারের পাশের গলি থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিকে সুমনের মুক্তির আসায় তার স্ত্রী জিয়াসমিন খন্দকার হ্যাপি ও তার মা লুৎফা বেগমসহ সুমনের লোকজন সদর মডেল থানায় ভিড় জমায়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাৎ হোসেন জানান, অবৈধভাবে ভিওআইপি ব্যবসা পরিচালনা করার অভিযোগে ২০০৭ সালের ২৭ আগস্ট বিশেষ ট্রাইবুনাল ৮৫/৯ ধারায় বাংলাদেশ টেলিযোগ যোগাযোগ আইনে দায়ের করা মামলায় সুমনকে গ্রেফতার করা হয়েছে।