নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : আর্তমানবতার সেবায় সামাজিক উন্নয়নে এগিয়ে আসার প্রত্যয়ে মানব কল্যাণ পরিষদ ১৩ ডিসেম্বর শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে অভিষেক অনুষ্ঠানে গরীব, মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা ও চিকিৎসা সহায়তাসহ খেলাধূলা সামগ্রী বিতরণ করা হয়েছে।
মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট নাহিদা বারিক বলেছেন, মানবতার সেবায় সকলকে মানবিক গুণাবলী দিয়ে এগিয়ে আসতে হবে। সমাজকর্মে সবাইকে নিবেদিত ভাবে কাজ চলিয়ে যাওয়ার আহবান জানান। কাজ করলেই সমালোচনা হয়, তাই বলে থেমে থাকা যাবে না।
সংগঠনের ভাইস চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিনের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার সামিনা নার্গিস, বন্দর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ সেন্টু, রোটারী ক্লাব অব ফতুল্লার পাস প্রেসিডেন্ট এড. ইন্দ্রজিৎ সাহা দীপক ও ক্লোজআপ ওয়ান তারকা মাহমুদুল আশিক।
অভিষেকের আলোচনা শেষে স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের ভর্তি, বেতন ও ফরম ফিলাপের জন্য শিক্ষা ও চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয় এবং সদর উপজেলার ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেলাধূলা সামগ্রী প্রদান করা হয়।
এ সময় সদর ইউএনও নাহিদা বারিক শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় তাকে উপহার সামগ্রী প্রদান করে আন্তরিক ভাবে শুভেচ্ছা জানান জাতীয় লেখক কল্যাণ পরিষদের নির্বাহী পরিচালক আয়শা আক্তার। এছাড়াও অভিষেকে চেয়ারম্যান মান্নান ভূঁইয়াকে ফতুল্লা রোটারী ক্লাবের পক্ষ থেকে প্রেসিডেন্ট আসাদুজ্জামান উপহার দিয়ে শুভেচ্ছা জানান। সংগঠনের দীর্ঘ ১৯ বছরে মানব কল্যাণ পরিষদ শত বাধা বিপত্তি উপেক্ষা করে এগিয়ে চলেছে দুর্বার গতিতে। এই পথচলায় সংগঠনের সদস্য ও কর্মীরা আন্তরিক নিবেদিত হয়ে মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। তাই অভিষেক অনুষ্ঠানে সক্রিয় কর্মী ও সদস্যদের বিভিন্ন উপহার প্রদানের মধ্য দিয়ে মনোমুগ্ধকর পরিবেশে জমকালো ভাবে আনন্দ বিনোদনের মাধ্যমে নৃত্য ও সংগীত পরিবেশনা দিয়ে সমাপ্তি ঘটে।