নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: জসিম উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন মায়ের আঁচল সাহিত্য সামাজিক পরিষদ (মাআসাপ) বাংলাদেশ এর নেতৃবৃন্দ। ১২ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ ডিসি কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন মায়ের আঁচল সাহিত্য সামাজিক পরিষদ (মাআসাপ) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা লেখক সাংবাদিক হারুন অর রশিদ সাগর, মাআসাপর উপদেষ্টা কবি ও সমাজ সেবক বাতেন বাহার, নিউজবন্দর২৪ডট কম এর প্রকাশক শেখ আরিফ, ফটো সাংবাদিক শাকির আহমেদ বাপ্পি, দেলোয়ার হোসেন, আঃ মোতালিব প্রমূখ।
উল্লেখ্য, আঁচল সাহিত্য সামাজিক পরিষদ (মাআসাপ) বাংলাদেশ এর নেতৃবৃন্দসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা ডিসি জসিম উদ্দিনকে ফুলেল শুভেচ্ছাসহ লেখক সাংবাদিক হারুন অর রশিদ সাগর এর লেখা সম্বলিত মুক্তিযুদ্ধ কবি অত:পর কবর উপন্যাসের একটি বই ও মায়ের আঁচল ম্যাগাজিন পত্রিকা প্রদান করা হয়।