নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধ করব, আলোকিত বাংলাদেশ গড়ব এই শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিটি কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে হাতঘড়ি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ১২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিকের উদ্ধুদ্ধকরণে ফতুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লুৎফর রহমানের স্বপন ও নারী সমাজ সেবক হ্যাপী জামালের সহযোগিতায় এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী কাশেম জামাল, স্কুলের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। স্কুল সুত্রে জানা গেছে, এই স্কুলে হরিজন সম্প্রদায়ের গরীব শিক্ষার্থীরা। ওই স্কুলের ৮৫ শিক্ষার্থীদের মাঝে হাতঘড়ি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
ইউএনও নাহিদা বারিক বলেন, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়ে পড়ারোধে সমাজ সম্পৃক্ত ব্যক্তিবর্গের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। এ ক্ষেত্রে বিশেষ করে অভিভাবকদের সচেতন হতে হবে। স্কুলগুলোতে শিশুদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, শারীরিক ও মানসিক নির্যাতন বন্ধ করা, দরিদ্র শিশুদের জন্য শিক্ষা উপকরণ, স্কুল ড্রেস, খেলাধুলার সামগ্রীসহ নানা সুযোগ সুবিধা নিশ্চিত করা এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি বিশেষ যত্ন নেয়া প্রয়োজন।
তিনি আরো বলেন, আমাদের নিজ উদ্যোগে এলাকার শিক্ষা কার্যক্রম উন্নত করার জন্য শিশুদের মিড ডে মিল কার্যক্রম চালু করা প্রয়োজন। নাহিদা বলেন, শিশুরা যাতে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের সঙ্গে জড়িয়ে না পড়ে সে বিষয়ে আমাদের সবাইকে সর্তক ও সচেতন থাকতে হবে। বিদ্যালয়ে শিক্ষার্থীদের ঝড়ে পড়ারোধে সমাজের সামর্থ্যবান শিক্ষানুরাগী ব্যক্তি, জনপ্রতিনিধি, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।