নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শেখ ফয়জুর রহমান ) : বিআরটিসি বাস বন্ধের দাবিতে ময়মনসিংহ উত্তর অঞ্চলের মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে বন্ধ রয়েছে শেরপুর হতে রাজধানী ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচল । এতে করে চরম দূর্ভোগে পড়েছেন ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে চলাচলকারী যাত্রীরা । ৯ ডিসেম্বর সোমবার দুপুর আড়াইটা থেকে ওই সংগঠনের ময়মনসিংহ বিভাগের নেতৃবৃন্দের নির্দেশনায় এই ধর্মঘট শুরু হয় ।
সংগঠনের নেতাকর্মীরা জানান, বিআরটিসি বাস সরকারি আইন কানুন না মেনে যেখানে সেখানে কাউন্টার হতে চলাচল করায় এর প্রতিবাদে এবং আন্ত:জেলা বিআরটিসি বাস বন্ধের দাবিতে বিভাগীয় নেতাদের নির্দেশনায় এই ধর্মঘট শুরু হয়েছে । অকস্মাৎ বাস চলাচল বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা ।
সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের মো: আবুল মিয়া জানান, ঢাকা একটা ওষুধ কোম্পানিতে চাকরি করি । বাড়িতে গুরুতর সমস্যা হওয়ার কারণে বসের কাছ থেকে দুই দিনের ছুটি নিয়ে আসছি । এখন খুব চিন্তায় আছি । কিভাবে পৌঁছব ?
শ্রীবর্দী থানার কুড়িকাহনিয়া ইউনিয়নের মোছাঃ আকলিমা বেগম বলেন, অনেক বার এরকম সমস্যায় পড়তে হয়েছে আজ আবার সেই সমস্যায় পড়লাম । এদিকে ছুটির সময় পার হয়ে গেছে। এখন কেমনে যে কি করি !
শেরপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক সুজিত ঘোষ জানান, আন্ত:জেলা রুটে বিআরটিসি বাস বন্ধের দাবিতে ময়মনসিংহ উত্তরাঞ্চল মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নির্দেশে বাস বন্ধ রয়েছে । পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত এ নির্দেশ জারি থাকবে ।