নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লা থানা আওয়ামী লীগ এর পূণরায় র্নিবাচিত সভাপতি আলহাজ্ব এম সাইফুল্লাহ বাদলের হাতকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়ে ফতুল্লা থানা যুবলীগ এর সাংগঠনিক সম্পাদক রেহান শরীফ বিন্দু বলেছেন, ফতুল্লায় আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনকে উজ্জিবিত করতে বাদল ভাইয়ের বিকল্প নাই। তাই তার হাতকে শক্তিশালী করার জন্য যা যা করার দরকার আমরা যুবলীগের পক্ষ থেকে তা-ই করব। এই প্রতিশ্রুতির পাশাপশি তার জন্য দোয়া করি সে যেন সুস্থ থেকে আমাদেরকে দিক নির্দেশনা দিতে পারে।
শনিবার ( ৭ ডিসেম্বর ) ফতুল্লা থানা আওয়ামীলীগের ত্রী-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ওইদিন পুণরায় ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হয় এম সাইফুল্লাহ বাদল ও সাধারণ সম্পাদক করা হয় শওকত আলীকে। সম্মেলন শেষে নিবার্চিত সভাপতিকে তার বাসভবনে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন থানা যুবলীগ এর সাংগঠনিক সম্পাদক রেহান শরীফ বিন্দু। এসময় সভাপতি প্রসঙ্গে অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি উল্লেখিত কথগুলো বলেন।
দিনব্যাপী এই সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রহমান বাচ্চু মহানগর আওয়ামী লীগের সহসভাপতি চন্দন শীল, সাধারণ সম্পাদক এড. খোকন সাহা।
এছাড়াও উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু প্রমুখ।