আইজিপির হাত থেকে শ্রেষ্ঠ এএসআই পদক নিলেন মো. শামসুজ্জামান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : টানা ৯ম বারের মতো ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়ে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) এর হাত থেকে শ্রেষ্ঠত্বের পুরুষ্কার গ্রহণ করলেন সদর মডেল থানার এএসআই মো. শামসুজ্জামান। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রেঞ্জ কার্যালয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এএসআই মো. শামসুজ্জামান। এসময় সভায় রেঞ্জাধীন ১৩টি জেলার পুলিশ সুপারগণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টানা ৯ম বারের মতো শ্রেষ্ঠ এএসআই পদকে ভুষিত হয়ে নিজের অনুভূতি ব্যাক্ত করে এএসআই শামসুজ্জামান বলেন, প্রতিটি পুরস্কার খুবই ভালো লাগে। কাজের গতিকে তরান্বিত করে এবং কাজের প্রতি প্রেরণা সৃষ্টি করে। আজকের এ সফলতার পেছনে যারা উৎসাহ উদ্দীপনা, এবং অনুপ্রেরণা যুগিয়েছেন আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আন্তরিকতা, সৎ ইচ্ছা , পরিশ্রম, কল্যাণমুখী চিন্তা চেতনাকে বাস্তবে প্রয়োগ করলে কাজের গতি ও সফলতাকে উপভোগ করা যায়। দেশ সেবার মনমানসিকতা নিয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেছি। ইনশাআল্লাহ প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে যে থানায় নিয়োজিত থাকি না কেনো মাদক, সন্ত্রাসমুক্ত, অবৈধ অস্ত্র উদ্ধার, আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক, পরোয়ানাভুক্ত আসামী গ্রেপ্তার এবং সর্বোপরি নিরাপত্তার চাদরে আচ্ছাদিত করতে আমার শারীকিক ও মানসিক শ্রম অব্যাহত থাকবে। সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সফলতার পেছনে শ্রম দিয়ে সহযোগিতা করা স্থানীয় ব্যাক্তিবর্গদের।

add-content

আরও খবর

পঠিত